আসসালামুআলাইকুম ওয়ারাহ মাতুল্লাহ । সবাই কেমন আছেন । আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো ।
যে যে অবস্থানে আছেন, নিজের অবস্থানকে আরো সুদৃঢ় করতে চেষ্টা অব্যাহত যুগ যুগ থেকে ছিলো এবং থাকবে ।
এরই ধারাবাহিকতায় অনেকে চাকুরীর জন্য এপ্লাই করে যাচ্ছেন প্রতিনিয়ত ।
এ পর্যায়ে আমি কিছু কম্পিউটার সম্পর্কিত প্রশ্ন ও উত্তর আপনাদের মাঝে তুলে ধরবো এবং পর্যায়ক্রমে এটি অব্যাহত রাখবো । এসব বিষয় আপনার চাকুরীর জন্য লিখিত ও ভাইবা উভয় ক্ষেত্রে কাজে আসতে পারে ।
তাই জানা থাকলে মন্দ হয় না । চলুন শুরু করি...
১। কম্পিউটারের জনক কে?
চার্লস ব্যাবেজ।
তাই জানা থাকলে মন্দ হয় না । চলুন শুরু করি...
১। কম্পিউটারের জনক কে?
চার্লস ব্যাবেজ।
২। বাংলাদেশে দ্বিতীয় কম্পিউটার স্থাপিত হয় কত সালে।
১৯৬৫ সালে ।
১৯৬৫ সালে ।
৩। প্রযুক্তি ও গঠনগত দিক থেকে কম্পিউটার কয় প্রকার।
৩ প্রকার ।
৩ প্রকার ।
৪। হাই ব্রিড কম্পিউটার কোথায় ব্যবহার করা হয়-
হসপিটালের আইসিইউতে।
হসপিটালের আইসিইউতে।
৫। কম্পিউটার এর ডিভাইস গুলিকে প্রধানত কয় অংশে ভাগ করা যায়।
৩ অংশে ।
৬। কম্পিউটারের মেজর কম্পোনেন্ট কয়টি ও কি কি ?
৩টি । ক) ইনপুট ডিভাইস খ) আউটপুট ডিভাইস গ) সিপিইউ / সিস্টেম ইউনিট
৩ অংশে ।
৬। কম্পিউটারের মেজর কম্পোনেন্ট কয়টি ও কি কি ?
৩টি । ক) ইনপুট ডিভাইস খ) আউটপুট ডিভাইস গ) সিপিইউ / সিস্টেম ইউনিট
৭। পেরিফেরালস ডিভািইস কাকে বলে?
সিপিইউ বা সিস্টেম ইউনিটের সাথে সংযুক্ত সকল ডিভাইসকে পেরিফেরাল ডিভাইস বলা হয় । ইনপুট ও আউটপুট ডিভাইসগুলো পেরিফেরাল ডিভাইস ।
সিপিইউ বা সিস্টেম ইউনিটের সাথে সংযুক্ত সকল ডিভাইসকে পেরিফেরাল ডিভাইস বলা হয় । ইনপুট ও আউটপুট ডিভাইসগুলো পেরিফেরাল ডিভাইস ।
৮। কয়েকটি ইনপুট ডিভাইস এর নাম-
ক) মাউস খ) কীবোর্ড গ) স্ক্যানার ঘ) জয়স্টিক
ক) মাউস খ) কীবোর্ড গ) স্ক্যানার ঘ) জয়স্টিক
৯। কয়েকটি আউটপুট ডিভাইস এর নাম-
ক) মনিটর খ) স্পীকার গ) প্রিন্টার ঘ) প্লটার
ক) মনিটর খ) স্পীকার গ) প্রিন্টার ঘ) প্লটার
১০। সিপিইউ এর অভ্যন্তরীণ কম্পোনেন্ট বা পার্টস সমূহ-
ক) মাদারবোর্ড খ) প্রসেসর গ) র্যাম ঘ) সিডি / ডিভিডি ড্রাইভ ঙ) হীট সিঙ্ক চ) কুলিং ফ্যান
ছ) এজিপি স্লট জ) পিসিআই স্লট ঝ) বায়োস ঞ) পাওয়ার সাপ্লাই ইউনিট চ) ক্যাসিং
ক) মাদারবোর্ড খ) প্রসেসর গ) র্যাম ঘ) সিডি / ডিভিডি ড্রাইভ ঙ) হীট সিঙ্ক চ) কুলিং ফ্যান
ছ) এজিপি স্লট জ) পিসিআই স্লট ঝ) বায়োস ঞ) পাওয়ার সাপ্লাই ইউনিট চ) ক্যাসিং
১১। মেমরী ডিভাইস কাকে বলে-
যে সকল ডিভাইস এর মাধ্যমে তথ্য সংরক্ষণ করে রাখা যায় সেগুলোকে মেমরী ডিভাইস বলা হয় ।
যে সকল ডিভাইস এর মাধ্যমে তথ্য সংরক্ষণ করে রাখা যায় সেগুলোকে মেমরী ডিভাইস বলা হয় ।
১২। মেমরী ডিভাইস কয় ধরনের ও কি কি-
২ ধরনের ।
ক) প্রাইমারী মেমরী / অস্থায়ী মেমরী খ) সেকেন্ডারী মেমরী / স্থায়ী মেমরী
২ ধরনের ।
ক) প্রাইমারী মেমরী / অস্থায়ী মেমরী খ) সেকেন্ডারী মেমরী / স্থায়ী মেমরী
১৩। প্রাইমারী মেমরী বা অস্থায়ী মেমরীর উদাহরণ দাও
ক) র্যাম (র্যানডম এক্সেস মেমরী)
ক) র্যাম (র্যানডম এক্সেস মেমরী)
১৪। কয়েকটি সেকেন্ডারী মেমরী বা স্থায়ী মেমরীর নাম-
ক) হার্ড ডিস্ক খ) সিডি / ডিভিডি গ) ফ্ল্যাশ মেমরী
ক) হার্ড ডিস্ক খ) সিডি / ডিভিডি গ) ফ্ল্যাশ মেমরী
১৫। অপারেটিং সিস্টেম কাকে বলে?
অপারেটিং সিস্টেম এমন একটি প্রোগ্রামের সমষ্টি যেটি কম্পিউটারের হার্ডওয়্যার এবং সফটওয়্যারের মধ্যে সমন্বয় সাধন বা যোগসূত্র তৈরী করে ।
অপারেটিং সিস্টেম এমন একটি প্রোগ্রামের সমষ্টি যেটি কম্পিউটারের হার্ডওয়্যার এবং সফটওয়্যারের মধ্যে সমন্বয় সাধন বা যোগসূত্র তৈরী করে ।
১৬। কয়েকটি অপারেটিং সিস্টেম এর নাম লিখ-
ক) উইন্ডোজ খ) লিনাক্স গ) নোভেল নেটওয়্যার
ক) উইন্ডোজ খ) লিনাক্স গ) নোভেল নেটওয়্যার
১৭। কয়েকটি উইন্ডোজ অপারেটিং সিস্টেম এর নাম বল-
ক) মাইক্রোসফট উইন্ডোজ ২০০০ খ) মাইক্রোসফট উইন্ডোজ এক্সপি
গ) মাইক্রোসফট উইন্ডোজ সেভেন ঘ) মাইক্রোসফট উইন্ডোজ এইট
ক) মাইক্রোসফট উইন্ডোজ ২০০০ খ) মাইক্রোসফট উইন্ডোজ এক্সপি
গ) মাইক্রোসফট উইন্ডোজ সেভেন ঘ) মাইক্রোসফট উইন্ডোজ এইট
১৮। মাইক্রোসফট অফিস কি?
মাইক্রোসফট অফিস মাইক্রোসফটের একটি এপ্লিকেশন প্রোগ্রাম যার মাধ্যমে চিঠিপত্র, হিসাব নিকাশ, ডাটাবেস ও প্রেজেন্টেশনসহ যাবতীয় অফিসিয়াল কাজ করা যায় ।
মাইক্রোসফট অফিস মাইক্রোসফটের একটি এপ্লিকেশন প্রোগ্রাম যার মাধ্যমে চিঠিপত্র, হিসাব নিকাশ, ডাটাবেস ও প্রেজেন্টেশনসহ যাবতীয় অফিসিয়াল কাজ করা যায় ।
১৯। মাইক্রোসফট অফিস এর কয়েকটি প্রোগ্রাম এর নাম বল-
ক) মাইক্রোসফট ওয়ার্ড খ) মাইক্রোসফট এক্সেল
গ) মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট ঘ) মাইক্রোসফট ফ্রন্টপেজ
ক) মাইক্রোসফট ওয়ার্ড খ) মাইক্রোসফট এক্সেল
গ) মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট ঘ) মাইক্রোসফট ফ্রন্টপেজ
২০। ইনট্রানেট এবং ইন্টারনেট বলতে কি বুঝ?
কোন সংস্থা বা প্রতিষ্ঠানে তৈরী করা অভ্যন্তরীন নেটওয়ার্ক হচ্ছে ইনট্রানেট ।
বিশ্বব্যাপী বিস্তৃত কম্পিউটার সমূহের মধ্যে তৈরী করা নেটওয়ার্ক হচ্ছে ইন্টারনেট ।
কোন সংস্থা বা প্রতিষ্ঠানে তৈরী করা অভ্যন্তরীন নেটওয়ার্ক হচ্ছে ইনট্রানেট ।
বিশ্বব্যাপী বিস্তৃত কম্পিউটার সমূহের মধ্যে তৈরী করা নেটওয়ার্ক হচ্ছে ইন্টারনেট ।
২১। কয়েকটি ওয়েবসাইটের ভাষা উল্লেখ কর-
এইচটিএমএল, পিএইচপি, এএসপিডটনেট
এইচটিএমএল, পিএইচপি, এএসপিডটনেট
২২। কয়েকটি ইন্টারনেট ব্রাউজার এর নাম-মজিলা ফায়ারফক্স, গুগল ক্রোম, ওপেরা
২৩। ইমেইল এড্রেস ডোমেইন নেম এর সাথে যে চিহ্নটি ব্যবহৃত হয় সেটি লিখ: @
২৪। মাইক্রোসফট ওয়ার্ডে কত সংখ্যা পর্যন্ত ফন্ট বড় করা যায় ?১৬৩৮
২৫। কম্পিউটার অফ করতে কোন কমান্ডটি ব্যবহৃত হয়?Alt + F4
২৬। কম্পিউটার এর নেটওয়ার্ক কয় ধরনের ও কি কি?
৩ ধরনের । LAN, MAN and WAN
৩ ধরনের । LAN, MAN and WAN
২৭। একটি অফিসের নিজস্ব নেটওয়ার্ককে কি বলে?LAN
২৮। Hardware and Software এর মাঝে সংযোগ স্থাপনের জন্য যে প্রোগ্রামটি ব্যবহার করা হয় সেটির নাম কি?অপারেটিং সিস্টেম ।
২৯। MS word স্ক্রীনের সবচেয়ে উপরে যে বারটি থাকে তার নাম
Toolbar/ Title bar/ Rular
Toolbar/ Title bar/ Rular
৩০। MS word স্ক্রীনের ডানদিকে যে Scrollbar থাকে তার নাম-Vertical / Horizontal Scrollbar
৩১ ।Copy এর সটকার্ট কী হল-Ctrl+Z/ Ctrl+C/ Ctrl+V
৩২। All select এর সটকার্ট হল-
Ctrl+A / Ctrl+P/ Ctrl+O
Ctrl+A / Ctrl+P/ Ctrl+O
৩৩। বিশ্ব ব্যাপী বিস্তৃত নির্দিষ্ট কয়েকটি কম্পিউটার সমূহের মধ্যে তৈরী করা নেটওয়ার্ক হচ্ছে- ইন্টারনেট
৩৪। কোন সংস্থা বা প্রতিষ্ঠানে তৈরী করা অভ্যন্তরীণ নেটওয়ার্ক হচ্ছে- ইনট্রানেট
৩৫। কয়েকটি প্রোগ্রমিং ল্যংগুয়েজ এর নাম উল্লেখ কর-
সি, সি++, ফক্সপ্রো
৩৬। কয়েকটি সার্চ ইঞ্জিন এর নাম-
গুগল, ইয়াহু, বিং, আস্ক
৩৭। ভাইরাস কি?
ভাইরাস হলো এক ধরনের প্রোগ্রাম যা অন্যান্য প্রয়োজনীয় প্রোগ্রামগুলো নষ্ট করে ফেলে ।
৩৮। মাইক্রোসফট অফিস এর কোন প্রোগ্রামের মাধ্যমে ডাটাবেজের কাজ করা যায়?
মাইক্রোসফট এক্সেস
৩৯। ইন্টারনেট প্রথম চালু হয় কত সালে ?
১৯৬৯ সালে ।
৪০। ENIAC কোন প্রজন্মের কম্পিউটার? কত সালে এর যাত্রা শুরু হয়?
প্রথম প্রজন্মের, ১৯৪৬ সালে ।
ওয়ার্ড ফাইল- .doc, .docx
এক্সেল ফাইল- .xls, .xlsx
অডিও ফাইল- .mp3, .wma
ভিডিও ফাইল- .dat, .mp4
টেমপ ফাইল- .tmp
৪২। পূর্ণ নাম লিখুন-
UPS-Uninterrupted Power Supply
BIOS- Basic Input Output System
OS- Operating System
RAM- Random Access Memory
ROM- Read Only Memory
PSU- Power Supply Unit
AGP- Accelerated Graphics Port
CMOS- Complementary Metal Oxide SemiconductorCAD- Computer Aided Design
FTP- File Transfer Protocol
HTTP- Hyper Text Transfer Protocol
HTML- Hyper Text Markup Language
XML- Extensible Markup Language
ISP- Internet Service Provider
SEO- Search Engine Optimization
URL- Uniform Resource Locator
WWW- World Wide Web
TCP/IP- Transmission Control Protocol / Internet Protocol
PDF- Portable Document Format
৪৩। কম্পিউটারের সর্বপ্রথম নাম কি ছিলো?
এবাকাস ।
সবাইকে অনেক অনেক ধন্যবাদ ।
আশা করি আপনি অনেক কিছু জানেন, জানার মাঝে কিছু অজানা থাকতেই পারে ।
আমি কিঞ্চিৎ প্রয়াস নিলাম আরেকটু জানাতে । ভালো থাকবেন সবাই ।
ভালো লাগলে ঘুরে আসুন...
আমার ফালতু ব্লগ থেকে ।
আমার ফেসবুক এবং ফ্যান পেজ ।
অনেক অনেক শুভ কামনা রইলো ।