ইতিহাস গড়তে যাচ্ছে বাংলাদেশ

আরেকটি ইতিহাস গড়তে যাচ্ছে বাংলাদেশ :

টেস্ট ক্রিকেটের ইতিহাসে আরেকটি ইতি হাস গড়তে যাচ্ছে বাংলাদেশ ।  এ প্রথম নিউজিল্যান্ডে অনুষ্ঠিত ১ম টেস্টে বাংলাদেশের স্কোর ৮ উইকেটে ৫৯৫ ।   বিশাল স্কোর গড়ার পর ডিক্লেয়ার করে বাংলাদেশ ।  ৩য় দিন শেষে নিউজিল্যান্ড ৩০৩ রান পিছিয়ে, ৩ উইকেটে তাদের সংগ্রহ ২৯২ । সব মিলিয়ে জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ ।   


আগামীকাল নিউজিল্যান্ড সারাদিন খেলে ডিক্লেয়ার করলে ম্যাচটি ড্র হওয়ারও সম্ভাবনা রয়েছে ।  তবে নিউজিল্যান্ড এর মাটিতে এই প্রথম স্কোর গড়তে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল ।


এক ঝাক মেঘাচ্ছন্ন আকাশের পর এক পশলা আলোর ঝলকানি দেখার অপেক্ষা ১৬ কোটি বাংলাদেশীর ।  শুভ কামনা রইলো বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের জন্য ।

বাংলাদেশ ১ম ইনিংস: ১৫২ ওভারে ৫৯৫/৮ ডি. (তামিম ৫৬, ইমরুল ১, মুমিনুল ৬৪, মাহমুদউল্লাহ ২৬, সাকিব ২১৭, মুশফিক ১৫৯, সাব্বির ৫৪*, মিরাজ ০, তাসকিন ৩, কামরুল ৬*; বোল্ট ২/১৩১, সাউদি ২/১৫৮, ডি গ্র্যান্ডহোম ০/৬৫, ওয়াগনার ৪/১৫১, স্যান্টনার ০/৬২, উইলিয়ামসন ০/২০)।