আজ পবিত্র হজ্ব - লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইকা লা শারিকা লাকা লাব্বাইক

আজ পবিত্র হজ্ব - ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইকা লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান্নি’মাতা লাকা ওয়ালমুল্ক্, লা শারিকা লাকা।’ অর্থাৎ—‘আমি হাজির, হে আল্লাহ আমি হাজির, তোমার কোনো শরিক নেই, সব প্রশংসা ও নিয়ামত শুধু তোমারই, সব সাম্রাজ্যও তোমার।’ এই ধ্বনিতে আজ মুখরিত হবে আরাফাতের ময়দান।
তালবিয়া পড়ে মহান সৃষ্টিকর্তার কাছে নিজের উপস্থিতি জানান দিয়ে পাপমুক্তির আকুল বাসনায় লাখ লাখ ধর্মপ্রাণ মুসলমান আজ মিনা থেকে আরাফাতের ময়দানে সমবেত হবেন। সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত তাঁরা আরাফাতের ময়দানে থাকবেন। কেউ পাহাড়ের কাছে, কেউ সুবিধাজনক জায়গায় বসে ইবাদত করবেন। আরাফাতের মসজিদে নামিরাহ থেকে হজের খুতবা দেবেন সৌদি আরবের গ্র্যান্ড মুফতি আবদুল আজিজ আল শাইখ।
হজ পালন করতে এসে যাঁরা অসুস্থতার জন্য হাসপাতালে চিকিৎসাধীন, তাঁদেরও অ্যাম্বুলেন্সে করে আরাফাতের ময়দানে স্বল্প সময়ের জন্য আনা হবে। কারণ, আরাফাতের ময়দানে উপস্থিত হওয়া হজের অন্যতম ফরজ।
পবিত্র হজ পালন করতে গত সোমবার লাখো ধর্মপ্রাণ মুসলমান মিনায় পৌঁছান। গতকাল মঙ্গলবার তাঁরা মিনায় অবস্থান করেন। তাঁরা নিজ নিজ তাঁবুতেই নামাজ আদায়সহ অন্যান্য ইবাদত করেন। মিনা থেকে আজ তাঁরা যাবেন আরাফাতে। মূলত ৯ জিলহজ আরাফাতের ময়দানে অবস্থান করাই হজ।

বাংলাদেশে এই প্রথম সকল রুটের তথ্য নিয়ে ইজিট্যুরবিডি

বাংলাদেশে এই প্রথম সকল রুটের তথ্য নিয়ে ইজিট্যুরবিডি, আপনার সহযোগীতায় আমরা আছি সারা বাংলাদেশে, আপনার পাশে...  ইজিট্যুরবিডিকে প্রমোট করুন, সাপোর্ট  দিন, খুব শীঘ্রই আন্তার্জাতিক রুটের তথ্য নিয়ে সাইটটি যাত্রা শুরু করতে যাচ্ছে ।  আপনার সহযোগীতা একান্তভাবে কাম্য...  কখন কিভাবে কোন পথে যাবেন, মনের মত পথ বেছে নিন, জেনে নিন কিছু প্রয়োজনীয় তথ্য ।   http://easytourbd.com/

যে ৩৩টি আইএসপি প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল হয়েছে

 যে ৩৩টি আইএসপি প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল হয়েছে :
যে ৩৩টি আইএসপি প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল হয়েছে সেগুলো হলো—তালিবা আইসিটি, এজিআই কমিউনিকেশন, ঢাকা টেলিফোন কোম্পানি, প্রশিকা কম্পিউটার সিস্টেম, এবস্কো, টেলিবার্তা, জিওটেল, দৃক আলোকচিত্র গ্রন্থাগার, সোনারগাঁও অনলাইন সার্ভিস, গ্লোবাল নেটওয়ার্ক, ইউনাইটেড কমিউনিকেশনস অ্যান্ড সার্ভিসেস, বিজে ট্রেডিং, ইনটেক অনলাইন, এশিয়া নেট, বিইউসিটি কমিউনিকেশন, আই-নেট, নেটওয়ার্ক সলিউশন, আর্থ লিংক আইটি, কর্ণফুলী অনলাইন, মিমটেল, ঐশী নেটওয়ার্ক, স্বাধীন মিডিয়া, পদ্মা কমিউনিকেশন, শ্রীমঙ্গল অনলাইন, মাইনেট, এমএলবি নেট, নাহিয়ান টেকনোলজি, সি বিচ অনলাইন, যশোর সিটি কেবল, এ ওয়ান অনলাইন, কে হোসেন কেবল, মিডিয়া অ্যান্ড মাল্টিমিডিয়া ও মনি এন্টারপ্রাইজ।

Dislike Button In Facebook Has Been Invented

Dislike Button In Facebook Has Been Invented :

Facebook Authority has been taken decision to start dislike button besides like button. It will be new revoulution to the facebook world. It will be new feature of mark jukar barg. People can share their feeling by this dislike button. Keep visiting to see the dislike button.

Coffee and Tea Drinking Topics

Coffee and Tea Drinking Topics :

Coffee and Tea Drinking Topics are available in our country. At home and abroad it becomes many more popular. Its very interesting to all. Social activity, political topics contains with Coffee and Tea Drinking Topics. Keep visiting to see more Coffee and Tea Drinking Topics from this site.

সৈয়দ মহসিন আলী - সমাজ কল্যাণ মন্ত্রী আর নেই

সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলী আর নেই  :    

সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
আজ সোমবার সকালে সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক গাজী মোহাম্মদ নুরুল কবীর প্রথম আলোকে এই তথ্যের সত্যতা নিশ্চিত করেন।
সৈয়দ মহসিন আলীর মৃত্যুতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, জাতীয় সংসদের স্পিকার ও বিরোধীদলীয় নেতা শোক প্রকাশ করেছেন।
গত ৫ সেপ্টেম্বর উন্নত চিকিৎসার জন্য সৈয়দ মহসিন আলীকে লাইফ সাপোর্ট দিয়ে সিঙ্গাপুরে নেওয়া হয়।
নিউমোনিয়া ও কিডনির সমস্যাসহ নানা জটিলতায় আক্রান্ত হয়ে গত ৩ সেপ্টেম্বর রাজধানীর বারডেম হাসপাতালে ভর্তি হন মহসিন আলী। ওই হাসপাতালে তাঁকে লাইফ সাপোর্ট দিয়ে রাখা হয়। হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) চিকিৎসা চলাকালে ৪ সেপ্টেম্বর দুপুরে হৃদরোগে আক্রান্ত হন মন্ত্রী। এরপর থেকে তাঁকে কৃত্রিমভাবে শ্বাসপ্রশ্বাস (মেকানিক্যাল ভেন্টিলেশন) দেওয়া হচ্ছিল। পরদিন তাঁকে সিঙ্গাপুরে নেওয়া হয়।
সৈয়দ মহসিন আলী এমপি একজন খ্যাতিমান ও অভিজ্ঞ রাজনীতিবিদ। বিশিষ্ট মুক্তিযোদ্ধা হিসেবেও রয়েছে তাঁর ব্যাপক হিসেবে পরিচিতি। তিনি ২০১৪ খ্রিস্টাব্দের দশম জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭-মৌলভীবাজার-৩ আসন হতে জাতীয় সংসদের সদস্য হিসেবে নির্বাচিত হন। ১২ জানুয়ারি ২০১৪ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন এবং একই দিন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। 

আপনিকি চাকুরী খুজছেন??? চাকুরী সংক্রান্ত কয়েকটি গুরুত্বপূর্ণ ওয়েবসাইট বুকমার্ক করে রাখুন ।

আপনিকি চাকুরী খুজছেন???  চাকুরী সংক্রান্ত কয়েকটি গুরুত্বপূর্ণ ওয়েবসাইট বুকমার্ক করে রাখুন ।


আসসালামুআলাইকুম ওয়ারাহ মাতুল্লাহ । সবাই কেমন আছেন । আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো ।  যে যে অবস্থানে আছেন, নিজের অবস্থানকে আরো সুদৃঢ় করতে চেষ্টা অব্যাহত যুগ ‍যুগ থেকে ছিলো এবং থাকবে । তারই ধারাবাহিকতায় বর্তমান অবস্থার পাশাপাশি নিজেকে আরো ভালো অবস্থানে নিতে বিভিন্ন মাধ্যমের পাশাপাশি চাকুরীর সাইট গুলোর প্রতি অনেকেরই নজর থাকে ।

Accident By Crain Collapse In Mokka Death about 107 so far

Accident By Crain Collapse In Mokka Death about 107 so far :

In Mokka By the crain Accident about 107 haji has been died so far. Its so much sad news for mankind.

See the live accident video...

7.5% VAT Will Be Reduced Soon of Non Government University

7.5% VAT Will Be Reduced Soon of Non Government University :

Non government university students are not interested to pay high tuition fee for education. Private university students are wants to decrease the tuition fee. But goverment says that :

Biddoman Tuition Fee er modhdhe VAT Ontorvukto Thakay VAT Porishodh Korar Dayitto Sompurnorupe Besorkari Bisshobiddaloy Kotripokhkher, Chatroder Noy- NBR



Government Public Holiday In Bangladesh of 2015


Government Public Holiday In Bangladesh of 2015 :

Government Public Holiday List

In the year of 2015

Public Holiday List