Pakistan Super League

Pakistan Super League :
ঢাকা ডায়নামাইটসে কুমার সাঙ্গাকারাকে সতীর্থ হিসেবে পেয়েছিলেন। এবার আন্তর্জাতিক ক্রিকেটের আরেক বড় তারকা ক্রিস গেইলের সঙ্গে ড্রেসিং রুম ভাগাভাগি করার অভিজ্ঞতা হবে মুস্তাফিজুর রহমানের। এই মুস্তাফিজের বলেই বরিশালের হয়ে খেলা গেইল বেশ ভুগেছিলেন। মায়াবি কাটারে বিভ্রান্ত হয়ে বোল্ড হয়েছিলেন। আজ পাকিস্তান সুপার লিগের খেলোয়াড় বাছাইয়ে লাহোর কোয়াল্যান্ডার্স দলে নিয়েছে মুস্তাফিজকে।

লাহোর কোয়াল্যান্ডার্স দলে গেইল–মুস্তাফিজ ছাড়াও আছেন ডোয়াইন ব্রাভো, উমর আকমল, মোহাম্মদ রিজওয়ান, ইয়াসির শাহ ও শোয়েব মাকসুদ।
এই প্রতিবেদন লেখার সময় গোল্ড ক্যাটাগরির খেলোয়াড়দের বাছাই চলছিল। এই ক্যাটাগরিতে আছেন বাংলাদেশের তামিম ইকবাল, সৌম্য সরকার, মুশফিকুর রহিম ও শাহরিয়ার নাফীসও।
তবে এখন পর্যন্ত সাকিবের পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে জায়গা পেলেন মুস্তাফিজ। সাকিবের দাম ১ লাখ ৪০ হাজার ডলার। মুস্তাফিজের দাম ৫০ হাজার ডলার।
এর পর সিলভার ক্যাটাগরির খেলোয়াড়দের বাছাই। সেখানে বাংলাদেশিদের মধ্যে আছেন মুমিনুল হক, ইমরুল কায়েস, মাহমুদউল্লাহ ও এনামুল হক।
কে কোন দলে:
করাচি কিংস: সাকিব আল হাসান, শোয়েব মালিক, সোহেল তানভীর, ইমদাদ ওয়াসিম, রবি বোপারা, লেন্ডল সিমন্স
ইসলামাবাদ ইউনাইটেড: শেন ওয়াটসন, আন্দ্রে রাসেল, মিসবাহ-উল-হক, স্যামুয়েল বদ্রি, মোহাম্মদ ইরফান, ব্র্যাড হাডিন
পেশোয়ার জালমি: শহীদ আফ্রিদি, ওয়াহাব রিয়াজ, ড্যারেন স্যামি, কামরান আকমল, মোহাম্মদ হাফিজ, ক্রিস জর্ডান
কোয়েটা গ্ল্যাডিয়েটর্স: কেভিন পিটারসেন, সরফরাজ আহমেদ, আহমেদ শেহজাদ, আনওয়ার আলী, জেসন হোল্ডার, লুক রাইক
লাহোর কোয়াল্যান্ডার্স: ক্রিস গেইল, ডোয়াইন ব্রাভো, উমর আকমল, মোহাম্মদ রিজওয়ান, ইয়াসির শাহ, শোয়েব মাকসুদ, মুস্তাফিজুর রহমান

Reference : The Daily Prothom Alo